ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সূচকে মন্দা : লেনদেনে আরও উন্নতি

২০২৩ জুন ০৫ ২১:২১:২১
সূচকে মন্দা : লেনদেনে আরও উন্নতি

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ১ হাজার ২৫৬ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত ৭ মাসের সর্বোচ্চ। এর আগে গত বছরের ৮ নভেম্বর আজকের থেকে বেশি বা ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। আর গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৪ কোটি ৪১ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১টির এবং কমেছে ১১১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৭৯টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৫৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১১ পয়েন্ট।

অপরদিকে সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ৯৩টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭৭৭ পয়েন্টে।

এর আগে রবিবার সিএসইতে ২১ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৮৭৯২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে