ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সর্বোচ্চ দরপতনে বঙ্গজ লিমিটেড

২০২৩ জুন ১৫ ১৬:৪৩:৫৩
সর্বোচ্চ দরপতনে বঙ্গজ লিমিটেড

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ৬২টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বঙ্গজ লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ জুন) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে। ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারিজ। এদিন কোম্পানিটির ৬৪ টাকা বা ৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার দর কমেছে। আর ৭০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ ইউনিট প্রতি দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড।

এছাড়াও সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্টাইল ক্রাফট, ইসলামী কমার্শীয়াল ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, জিকিউ বলপেন, নাভানা ফার্মা, ইয়াকিন পলিমার, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে