ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

২০২৩ জুন ১৫ ১৬:৫১:১৪
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৩৯টি প্রতিষ্ঠানের ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ জুন) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটির ১৯ লাখ ৪৪ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৩ কোটি ৬৩ লাখ ১৭০ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ লাখ ৩১ হাজার ৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার ৬৪০ টাকা। আর ১৭ লাখ ৩৭ হাজার ৩৬০ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়াও আজ শীর্ষ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, জেনেক্স এনফোসিস লিমিটেডে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রুপালি লাইল ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং এন্ড প্যাকিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ,ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে