ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে লেনদেনের উত্থান, মূল্যসূচকের পতন

২০২৩ নভেম্বর ০২ ১৫:৪৭:১৫
শেয়ারবাজারে লেনদেনের উত্থান, মূল্যসূচকের পতন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমান বেড়েছে এবং উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.৮১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৬৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪.৯৩৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭০ কোটি ৭৯ লাখ টাকার ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬ টি বা ১৭.৮৯ শতাংশের। আর দর কমেছে ৮৪ টি বা ২৬.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৩ টি বা ৫৫.২৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩ টির, কমেছে ৪৮ টির এবং পরিবর্তন হয়নি ৬৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৭৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে