ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৩ নভেম্বর ০৭ ১৫:৪৯:০৭
শেয়ারবাজারে পতন

সপ্তাহের ৩য় কার্যদিবস (৭ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের পতন হয়েছে। এদিন লেনদেনের পরিমান কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে অপর শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৭৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.৫৪ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫০ কোটি ০১ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৫ টি বা ১৭.৭৯ শতাংশের। আর দর কমেছে ৮৭ টি বা ২৮.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৭ টি বা ৫৪.০৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ৬৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৯৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে