ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৩ নভেম্বর ১৫ ১৮:৩৩:৪৭
শেয়ারবাজারে উত্থান

বুধবার (১৫ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমানও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৫৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪.০১ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৬৪৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩০৪ কোটি ৫০ লাখ টাকার বা ৮৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬ টি বা ২২.২২ শতাংশের। আর দর কমেছে ৭৯ টি বা ২৬.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫২ টি বা ৫১.১৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৩৬ টির এবং পরিবর্তন হয়নি ৫৩ টির । এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৪৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে