ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৩ নভেম্বর ১৬ ১৫:৩৩:৪৪
শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮.৩৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৪৫ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮৪ কোটি ২৪ লাখ টাকার বা ৪৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯ টি বা ২৩.৫৪ শতাংশের। আর দর কমেছে ৬২ টি বা ২১.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬২ টি বা ৫৫.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩ টির, কমেছে ৩৭ টির এবং পরিবর্তন হয়নি ৫২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৪১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে