ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

শেয়ারবাজারে লেনদেনের উত্থান, মূল্যসূচকের পতন

২০২৩ নভেম্বর ১৯ ১৬:০০:০৩
শেয়ারবাজারে লেনদেনের উত্থান, মূল্যসূচকের পতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১৯ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমান বেড়েছে এবং উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১.০৩ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ টাকার ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪ টি বা ১১.০৩ শতাংশের। আর দর কমেছে ১১৩ টি বা ৩৬.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬১ টি বা ৫২.২৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ৬৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫০৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে