ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ঝুঁকিতে ইসলামিক ফাইন্যান্সের ৩৭৩ কোটি টাকা

২০২৩ জুন ০৬ ০৬:৪৯:১৭
ঝুঁকিতে ইসলামিক ফাইন্যান্সের ৩৭৩ কোটি টাকা

নিরীক্ষক জানিয়েছেন, ইসলামিক ফাইন্যান্স থেকে ৩৭২ কোটি ৭১ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে উপযুক্ত মর্টগেজ ছাড়া। যা কোম্পানিটি থেকে প্রদত্ত মোট ঋণের ৩০.৯৬ শতাংশ। যেসব ঋণ খেলাপি হয়ে গেলে মর্টগেজ থেকে আদায় করা সম্ভব হয় না।

এদিকে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৯ অনুযায়ি, অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন পদ্ধতিতে গ্রাচ্যুইটি দায় হিসাব করতে হয়। কিন্তু ইসলামিক ফাইন্যান্স কর্তৃপক্ষ এই পদ্ধতি অনুসরন না করেই গত বছরে ৫০ লাখ টাকার গ্রাচ্যুইটি ফান্ড গঠন করে।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামিক ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪০ কোটি ৩৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭১.২১ শতাংশ। কোম্পানিটির বুধবার (৩১ মে) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১৯.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে