ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে মূল্যসূচকের পতন

২০২৩ নভেম্বর ২০ ১৫:৫৫:৫৮
শেয়ারবাজারে মূল্যসূচকের পতন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে তবে বেড়েছে লেনদেনের পরিমান। অপরদিকে সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২২৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৬.১৬ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৮ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯ টি বা ৬.৪৬ শতাংশের। আর দর কমেছে ১২৪ টি বা ৪২.১৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫১ টি বা ৫১.৩৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ৪৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৭৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে