ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৩ নভেম্বর ২১ ১৫:০৭:৫৫
শেয়ারবাজারে পতন

মঙ্গরবার (২১ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২২১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৪.৪১ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪২ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৯৭ কোটি ৪৪ লাখ টাকার বা ২২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮ টি বা ১২.৩৭ শতাংশের। আর দর কমেছে ৯৭ টি বা ৩১.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭২ টি বা ৫৬.০২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭ টির, কমেছে ৪৩ টির এবং পরিবর্তন হয়নি ৬১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৬৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে