ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৩ নভেম্বর ২২ ১৫:১৮:৫১
শেয়ারবাজারে উত্থান

বুধবার (২২ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমানও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২২৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪.৮২ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪০৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০০ টি বা ৩১.৩৪ শতাংশের। আর দর কমেছে ৩২ টি বা ১০.০৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৭ টি বা ৫৮.৬২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৩১ টির এবং পরিবর্তন হয়নি ৬৭ টির । এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৭৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে