ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সর্বোচ্চ দর কমেছে বিমা খাতের কোম্পানির

২০২৩ জুন ১৭ ২৩:৫৮:০৪
সর্বোচ্চ দর কমেছে বিমা খাতের কোম্পানির

স্টক সংবাদ প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বিমা খাতের কোম্পানিগুলোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে সবচেয়ে বেশি দাম কমেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩০ টাকা ৯০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৯ টাকা ৫০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩১ টাকা ৪০ পয়সা বা ২৩ দশমিক ৯৯ শতাংশ।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২০ দশমিক ৯৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে