ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক লেনদেনের ৩৭ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

২০২৩ নভেম্বর ২৪ ২৩:৪০:০৭ ২০২৩ নভেম্বর ২৫ ১১:৩৫:০০
সাপ্তাহিক লেনদেনের ৩৭ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (১৯ নভেম্বর-২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩৭.২৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৭৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩৭.২৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিকের শেয়ারে। কোম্পানিটির ৭ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯৮১ টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৫৮ কোটি ৯৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৭.৯৪%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে ৪.৩৬%, ইয়াকিন পলিমারে ৪.৩১%, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে ৩.৬২%, সি অ্যান্ড এ টেক্সটাইলে ৩.০৫%, সী পার্ল বীচে ৩.০৫%, ফু-ওয়াং ফুডে ২.৯৪%, প্যাসিফিক ডেনিমসে ২.৯৩%, এমারেল্ড অয়েলে ২.৬৪% ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগে ২.৪৩% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে