ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ২০৯১ কোটি টাকা

২০২৩ ডিসেম্বর ১০ ১০:৩০:৪০
বিনিয়োগকারীরা ফিরে পেল ২০৯১ কোটি টাকা

গত সপ্তাহে (০৩-০৭ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে প্রায় ২০৯২ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়ে গেছে ২০ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৮১৬ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৩৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৮৪৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ২০৯১ কোটি ৭৪ লাখ ২২ হাজার ২০৯ টাকা বা ০.২৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৭ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭২ কোটি ৫ লাখ টাকার বা ১৯.৫০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৫৩ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৫২ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩০ টির বা ৩৪.৩০ শতাংশের, কমেছে ৩১ টির বা ৮.১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১৮ টির বা ৫৭.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০ কোটি ১৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬ টির দর বেড়েছে, ২৬ টির দর কমেছে এবং ১৭৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে