ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিপ্লব হোল্ডিংসকে জরিমানা

২০২৩ ডিসেম্বর ০৯ ১৩:১১:১৪
বিপ্লব হোল্ডিংসকে জরিমানা

শেয়ারবাজারে অনিয়মের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজ বিপ্লব হোল্ডিংস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শাস্তিযোগ্য অনিয়মের পরিপ্রেক্ষিতে বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বিপ্লব হোল্ডিংস লিমিটেড নিয়ম বর্হিভূতভাবে অতালিকাভুক্ত আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০২০ এর ৮(২) লংঘন করেছে। এ বিষয়ে কমিশন প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিপ্লব হোল্ডিংস থেকে শাস্তিযোগ্য মালিকানা সংশ্লিষ্ট বা স্বার্থ সংশ্লিষ্ট (রিলেটেড পার্টি) ও স্টক এক্সচেঞ্জে অতালিকাভুক্ত বিপ্লব প্রোপার্টিজের শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০২০ এর ৮(২) লংঘন করেছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ি শাস্তিযোগ্য।

তাই শেয়ারবাজারের শৃঙ্খলা ও স্বচছতা বজায় রাখতে কমিশন বিপ্লব হোল্ডিংসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে