ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে লেনদেনের উত্থান, মূল্যসূচকের পতন

২০২৩ ডিসেম্বর ১০ ১৫:২৩:২৪
শেয়ারবাজারে লেনদেনের উত্থান, মূল্যসূচকের পতন

রবিবার (১০ ডিসেম্বর)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.০৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৫৩৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫০ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৭১ লাখ বা ১৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৫ টি বা ১৬.৭১ শতাংশের। আর দর কমেছে ১০০ টি বা ৩০.৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৪ টি বা ৫২.৮৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ৫১ টির এবং পরিবর্তন হয়নি ১১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৪৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে