ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ডিএসইতে লেনদেন ছাড়ালো সাড়ে সাতশো কোটি

২০২৩ ডিসেম্বর ১৩ ১৫:১৪:০১
ডিএসইতে লেনদেন ছাড়ালো  সাড়ে সাতশো কোটি

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ছাড়িয়েছে সাতশো কোটির উপরে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৬২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ০.৪৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৭৬৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০১ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৪২ লাখ টাকার বা ২৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮১ টি বা ২৩.৬১ শতাংশের। আর দর কমেছে ৯৫ টি বা ২৭.৬৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৭ টি বা ৪৮.৬৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ৬১ টির এবং পরিবর্তন হয়নি ৯০ টির । এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৬৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে