ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

অগ্রণী ইন্স্যুরেন্সে মূলধনের ঘাটতি

২০২৩ জুন ০৬ ০৬:৫৩:০২
অগ্রণী ইন্স্যুরেন্সে মূলধনের ঘাটতি

নিরীক্ষক জানিয়েছেন, বীমা আইন অনুযায়ি প্রতিটি সাধারন বীমা কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৪০ কোটি টাকা হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ওই মূলধনের ৬০% হবে উদ্যোক্তা/পরিচালকদের। কিন্তু অগ্রণী ইন্স্যুরেন্সে তা পরিপালন করা হয়নি। এই কোম্পানিটিতে পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ টাকা।

মূলধনের এই ঘাটতি পূরনে অগ্রণী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ গত বছরের ২২ সেপ্টেম্বর রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব কমিশনে দাখিল করেছে। এছাড়া এ বছর ৭% বোনাস শেয়ার ঘোষণা করেছে।

এদিকে শ্রম আইন অনুযায়ি অগ্রণী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ গঠন করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এই ফান্ড গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে। যা এখনো অনুমোদন পায়নি।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অগ্রণী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৮৫ শতাংশ। কোম্পানিটির সোমবার (২৯ মে) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে