ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ৬৭০ কোটি টাকা

২০২৩ ডিসেম্বর ১০ ১০:০৫:৪৫
বিনিয়োগকারীরা ফিরে পেল ৬৭০ কোটি টাকা

গত সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৬৭০ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়ে গেছে ৩০.৭৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৮৪৬ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫০৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৬৭০ কোটি ২০ লাখ ২২ হাজার ৬৫৮ টাকা বা ০.০৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৮১ লাখ টাকার বা ৩০.৭৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৯ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৩ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১০ টির বা ২৮.৪২ শতাংশের, কমেছে ৬৫ টির বা ১৬.৭৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১২ টির বা ৫৪.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩ কোটি ০৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৮৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬ টির দর বেড়েছে, ২৬ টির দর কমেছে এবং ১৭৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে