ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ডিএসইর এজিএমে ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন

২০২৩ ডিসেম্বর ২২ ২০:৪৯:৩৬
ডিএসইর এজিএমে ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। স্টক এক্সচেঞ্জটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ডিএসইর নিজস্ব ভবনে এজিএম অনুষ্ঠিত হয়েছে৷

ডিএসই’র মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় এজিএমে সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

সভার শুরুতেই ডিএসই’র সাবেক চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী ও সাবেক ভাইস চেয়ারমান খাজা গোলাম রসূলসহ ডিএসই’র শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিবৃন্দের আপনজন যাঁরা ইন্তেকাল করেছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এজিএমে ডিএসই’র চেয়ারম্যান বলেন, আমাদের উদ্দেশ্য দেশের পুঁজিবাজারে স্মার্ট ক্রুটিহীন লেনদেন প্লাটফর্ম উপহার দেয়া৷ সে লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি৷ সমৃদ্ধ পুঁজিবাজার৷ সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি৷ তিনি বলেন, ডিএসইর অটোমেটিক ও নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ১০৬ রেক সম্বলিত অতাধুনিক ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে৷ এই ডাটা সেন্টার আন্তর্জাতিক মানের রেটেড-এ সনদ লাভ করেছে৷ এর বাইরেও ডিএসই এনডিআর-এর অবকাঠামো তৈরী করেছে এবং বাকী কাজগুলো এগিয়ে চলেছে৷ এনডিআর প্রযুক্তিগত দূর্ঘটনা হতে ডিএসইর ট্রেডিং সিস্টেমসহ সকল সার্ভিস বা সিস্টেমগুলো সুরক্ষা দিবে৷ ডাটা সেন্টার এবং ডিআর প্রবর্তনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে এবং ট্রেডিং প্লাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে৷এজিএমে মোঃ সিদ্দিকুর রহমান অবসর গ্রহণ করেন। সভায় বক্তব্য প্রধান করেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজেদুল ইসলাম, বুলবুল সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ. এস. শাহুদুল হক বুলবুল, গ্রীনল্যান্ড ইক্যুইটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম, রাজীব এহসান, এ্যাংকর সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম নাজিম উদ্দিন, এন এল আই সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাঃ শাহেদ ইমরান, আলী সিকিউরিটিজ কোং লিঃ এর এর চেয়ারম্যান এম. আকবর আলী, দোহা সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম সামসুদ্দোহা, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর পরিচালক সাইফুল ইসলাম, বি. এল. আই. সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

পরে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমে ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচিত ও অনুমোদিত হয়। এছাড়াও ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাঁদের পারিতোষিক নির্ধারণ করা হয়। এছাড়াও ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে ডিএস্ই’র পরিচালনা পর্ষদের ১টি শূণ্য পদে নির্বাচনে রিচার্ড ডি রোজারিও কে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাফিজ এবং ৬২তম বার্ষিক সাধারণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভূক্ত হন।

পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং রেগুলেটর, শেয়ারহোল্ডার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ প্রত্যাশা ব্যক্ত করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে