ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা হারালো ৮৭২ কোটি টাকা

২০২৩ ডিসেম্বর ২৩ ১২:২০:১৭
বিনিয়োগকারীরা হারালো ৮৭২ কোটি টাকা

গত সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৮৭২ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমে গেছে ০.১১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫০৪ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৭০৬ কোটি ৫ লাখ ৬৬ হাজার ৫৮৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৮৭২ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৯১৮ টাকা বা ০.১১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৩ কোটি ৯১ লাখ টাকার বা ১.৮১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৬ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৪৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৯ টির বা ১২.৬২ শতাংশের, কমেছে ১৩৩ টির বা ৩৪.২৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০৬ টির বা ৫৩.০৯ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৫৪১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৯ টির দর বেড়েছে, ৯৭ টির দর কমেছে এবং ১৫৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে