ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৩ ডিসেম্বর ২৪ ১৫:৩৭:২৩
শেয়ারবাজারে পতন

রবিবার (২৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৩৮ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১২.৬৯ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬২৬ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১৪ কোটি ৯২ লাখ টাকার বা ৩৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২ টি বা ৯.৩৫ শতাংশের। আর দর কমেছে ১১৯ টি বা ৩৪.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯১ টি বা ৫৫.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫ টির, কমেছে ৫৭ টির এবং পরিবর্তন হয়নি ৮০ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৩৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৮৫০৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে