ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ডিএসইতে মূল্যসূচকের পতন, লেনদেনের উত্থান

২০২৪ জানুয়ারি ০২ ১৫:১৫:৪৩
ডিএসইতে মূল্যসূচকের পতন, লেনদেনের উত্থান

মঙ্গলবার (২ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৩৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩.৬২ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫১৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৩ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪ টি বা ১০.২৪ শতাংশের। আর দর কমেছে ১৩২ টি বা ৩৯.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৬ টি বা ৫০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ৯৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৯০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৮৪৮৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর