ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা

২০২৪ জানুয়ারি ০৩ ০৮:৩০:২৯
আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা

শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকার বিশাল অর্থ উত্তোলনের অপেক্ষায় থাকা বিতর্কিত বেস্ট হোল্ডিংসের আইপিওতে আসার আগে ২২৬ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করে নিজেদের শেয়ার বাড়িয়ে নিয়েছে উদ্যোক্তা/পরিচালকেরা। যে কোম্পানিটিতে আইপিও পূর্ব প্লেসমেন্ট শেয়ার ইস্যুর ক্ষেত্রে খামখেয়ালিপনা দেখা গেছে। বলপ্রয়োগের মাধ্যমে যার কাছ থেকে যেভাবে পেরেছে, সেভাবে প্রিমিয়াম নিয়ে শেয়ার ইস্যু করেছে। আর নিজেদের ক্ষেত্রে করেছে শুধুমাত্র অভিহিত মূল্যে।

পাবলিক ইস্যু রুলসের ৩ এর ২ এর (পি) অনুযায়ি, কোন কোম্পানি শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য আবেদন করার পূর্বের ২ বছরের মধ্যে বোনাস শেয়ার ছাড়া পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না।

এই বিধান থাকার পরেও লা মেরিডিয়ানের শত শত কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে আইপিওতে আবেদন করার ২ বছরের মধ্যে। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৭ জুলাই লা মেরিডিয়ানকে এই বিধান থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগেও কমিশনের বিভিন্ন বিতর্কিত কোম্পানিকে বিভিন্ন আইন থেকে অব্যাহতি দিতে দেখা গেছে। যা শেয়ারবাজারের ইতিহাসে বিরল ঘটনা।

আরও পড়ুন.....অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান

লা মেরিডিয়ানের শেয়ার ইস্যু দর নিয়ে রয়েছে ব্যতিক্রম ঘটনা। এই কোম্পানিটি থেকে ৫৫ টাকা প্রিমিয়ামে প্রতিটি ৬৫ টাকা করে ইস্যুর পরে শুধুমাত্র অভিহিত মূল্যেও বা ১০ টাকায় শেয়ার ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবেই কোম্পানির যোগ্যতার উপর শেয়ার ইস্যু দর নির্ভর করে। সে হিসাবে ৬৫ টাকা দরে ইস্যুর পরে কোম্পানি যখন শুধু ১০ টাকায় নেমে এসেছে, তখন বোঝায় যায় কোম্পানির অবস্থা খারাপ হয়েছে।

রেড হেরিং প্রসপেক্টাস অনুযায়ি, লা মেরিডিয়ানে পরিশোধিত মূলধনের পরিমাণ ৯২৫ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে ২০১৯ সালের ১ অক্টোবর পর্যন্ত ১০ টাকা করে ৫৬৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ইস্যু করা হয়।

এরপরে ২০১৯ সালের ১৮ নভেম্বর থেকে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত সময়ে ২৪৮ কোটি ৩৪ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয় প্রতিটি শেয়ার ৬৫ টাকা করে ইস্যুর মাধ্যমে। এরপরে ২০২০ সালের ১০ ও ৩০ সেপ্টেম্বর ৬২ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয় শুধুমাত্র ১০ টাকা করে ইস্যুর মাধ্যমে।

এরপরে ২০২০ সালের ২০ অক্টোবর প্রতিটি ৬৫ টাকা করে ১৫ কোটি ৩৮ লাখ টাকার, একই বছরের ১০ ডিসেম্বর ১০ টাকা করে ১৩ কোটি ৯৭ লাখ টাকার এবং সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন ৬৫ টাকা করে ১৯ কোটি ২৩ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে।

কোম্পানিটির ২০১৯ সালের ৬ আগস্ট ২০০ কোটি টাকার বোনাস শেয়ার ইস্যু করা হয়। যার আগে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৮৮ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ ২০১৫ সালে ব্যবসা শুরু করা লা মেরিডিয়ানের ওইসময় ২২৬ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করা হয়।

চলবে....

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে