ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

২০২৪ জানুয়ারি ০৩ ১৫:১১:১৫
শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

বুধবার (৩ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৩৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৯.৪৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৬ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২২৪ কোটি ৭৫ লাখ টাকার বা ৪৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৭ টি বা ১৭.৩২ শতাংশের। আর দর কমেছে ৯২ টি বা ২৭.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮০ টি বা ৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.০৮ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৮৫০৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে