ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ২৩০ কোটি টাকা

২০২৪ জানুয়ারি ০৬ ১২:১০:৩২
বিনিয়োগকারীরা ফিরে পেল ২৩০ কোটি টাকা

গত সপ্তাহে (১-৪ জানুয়ারী) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।তারপরেওবিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ২৩০ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে২১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৭৩ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮০৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ২৩০ কোটি ৩ লাখ ৬২ হাজার ১৩৬ টাকা বা ০.০৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৯৭ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি ১৮ লাখ টাকার বা ২০.৭৯ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৪৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৩২ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৬২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২ টির বা ১৯.৩৫ শতাংশের, কমেছে ৯৯ টির বা ২৬.৬১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির বা ৫৪.০৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি ১৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৫০৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩ টির দর বেড়েছে, ৮৫ টির দর কমেছে এবং ১৫৩ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে