ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার কোটি টাকা

২০২৪ জানুয়ারি ১৩ ১২:২৯:৪২
বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার কোটি টাকা

গত সপ্তাহে (৮-১১ জানুয়ারী) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ১১৯ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮০৯ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২ লাখ ২২ হাজার ২০৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৫ হাজার ১১৯ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৩৯৭ টাকা বা ০.৬৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০০ কোটি ৫৮ লাখ টাকার বা ৩৭.৬০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫৩ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.১১ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৭ টির বা ৩৮.৬৮ শতাংশের, কমেছে ৩৩ টির বা ৮.৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০০ টির বা ৫২.৬৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৬৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬ টির দর বেড়েছে ২৬ টির দর কমেছে এবং ১৩০ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে