ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ জানুয়ারি ১৪ ১৫:২৮:০৭
শেয়ারবাজারে উত্থান

রবিবার (১৪ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩০২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৬.৪৪ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৫২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৯ লাখ বা ১.৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮১ টি বা ২২.৮১ শতাংশের। আর দর কমেছে ৯৯ টি বা ২৭.৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৫ টি বা ৪৯.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ৭৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬৬০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে