ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ডিএসইতে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

২০২৪ জানুয়ারি ১৭ ১৫:০৯:২৩
ডিএসইতে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

বুধবার (১৭ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৩.৫৩ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৭৬০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮০০ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪০ কোটি ৭৭ লাখ বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১ টি বা ২০.১১ শতাংশের। আর দর কমেছে ৯৫ টি বা ২৬.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৭ টি বা ৫২.৯৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৬০ টির এবং পরিবর্তন হয়নি ৭৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৮২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে