ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ জানুয়ারি ২৪ ১৫:৩০:২৫
শেয়ারবাজারে পতন

বুধবার (২৪ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২২৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২১.৯৪ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১হাজার ১৭৬ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩ কোটি ৭৩ লাখ টাকার বা ০.৩২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১ টি বা ১৫.৪০ শতাংশের। আর দর কমেছে ৩০৫ টি বা ৭৭.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ২০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৭.২৭ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭৫১১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে