ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ জানুয়ারি ২৫ ১৬:০০:২২
শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭০.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৫৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪৯.৬০ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৮৭০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩০২ কোটি ৩১ লাখ টাকার বা ২৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৫ টি বা ২১.৮৫ শতাংশের। আর দর কমেছে ২৮২ টি বা ৭২.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২২ টি বা ৫.৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫৯.১৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭৫৫২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে