ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীরা ফিরে পেল ১৬ হাজার ৪১৯ কোটি টাকা

২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১৯:৪১:১৩
বিনিয়োগকারীরা ফিরে পেল ১৬ হাজার ৪১৯ কোটি টাকা

গত সপ্তাহে (৪-৮ ফেব্রুয়ারী) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১৬ হাজার ৪১৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২.১৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ১ লাখ ৪ হাজার ৮৩২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১৬ হাজার ৪১৯ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ২৮৭ টাকা বা ২.১৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ হাজার ৪৭৫ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৪ কোটি ৭৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৪৬ লাখ টাকার বা ৮৪.৮৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৯.৩৬ পয়েন্ট বা ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৩৯ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০ টির বা ৮৫.৮৫ শতাংশের, কমেছে ৩৮ টির বা ৯.৫৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির বা ৪.৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৬ কোটি ৬০ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬৯ পয়েন্ট বা ৩.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮২৯৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৬ টির দর বেড়েছে ৫৮ টির দর কমেছে এবং ১৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে