ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১০:৩০:৪১
সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৫.৭৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৫.৭৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিংসের শেয়ার। কোম্পানিটির ৬ কোটি ৮১ লাখ ১১ হাজার ৬৮০ টি শেয়ার হাত বদলের মাধ্যমে ২৯৪ কোটি ৭৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৯৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৩.৭২%, ওরিয়ন ফার্মার ৩.০৫%, ফরচুন সুজের ২.৬৪%, আইএফআইসি ব্যাংকের ২.৪৮%, ফু-ওয়াং সিরামিকের ২.২৭%, মালেক স্পিনিংয়ের ২.০০%, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে ১.৯২%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৯১% ও আইটি কন্সালটেন্টের ১.৭৯% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর