ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ মার্চ ০৭ ১৪:৪৬:৫৩
শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (৭ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১১২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৪.৯৯ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৭০৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৬ কোটি ৬৮ লাখ টাকার বা ৩.৬৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৬ টি বা ১১.৬১ শতাংশের। আর দর কমেছে ৩০৪ টি বা ৭৬.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১৬৬ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯০.৬৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭৫৫৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে