ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারের টানা পতনে শিবলী কমিশনের প্রতি ক্ষোভ বাড়ছে

২০২৪ মার্চ ১৮ ১৬:০১:৩৭
শেয়ারবাজারের টানা পতনে শিবলী কমিশনের প্রতি ক্ষোভ বাড়ছে

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে সোমবার (১৮ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারে এমন পতনের যৌক্তিক কারন খুঁজে পাচ্ছেন না এ খাতের সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনারদের মেয়াদ শেষ হওয়ার পথে থাকায়, তা নিয়ে আলোচনা রয়েছে। বর্তমান কমিশনই আরেক মেয়াদে থাকবে, নাকি নতুন কেউ আসবে, আর আসলে বাজার কেমন হবে ইত্যাদি বিষয়ে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের ৪ বছরের জন্য নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামি মে মাসে। তাদের মেয়াদের শেষ দিকে এসে শেয়ারবাজার টানা পতনে রয়েছে।

করোনা মহামারির কারনে শেয়ারবাজারে যখন ধস ঠেকানো যাচ্ছিল না, তখন শিবলী কমিশনকে নিয়োগ দেওয়া হয়। যারা দক্ষতার সঙ্গে সেই সময়ের সংকটকালীন সময় অতিক্রম করে। তবে পরে ভালোর সঙ্গে কিছু নেতিবাচক কাজ করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। যা তাদেরকে বিতর্কিত করেছে।

সোমবার ডিএসইএক্স মূল্যসূচকটি ৭০ পয়েন্ট কমে ৫৮৯৮ পয়েন্টে নেমেছে। যা বিগত ২০২১ সালের ২৬ মে’র মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ২৫ মে আজকের থেকে নিচে ছিল সূচকটি।

সোমবার ডিএসইতে ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৪ কোটি ৬৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৭ কোটি ৯৭ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪টি বা ৮.৫৯ শতাংশের। আর দর কমেছে ৩৩০টি বা ৮৩.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২টি বা ৮.০৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৫৭টির এবং পরিবর্তন হয়নি ২৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৯২৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে