ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে স্বস্তির উত্থান

২০২৪ মার্চ ২০ ১৪:১৫:২২
 শেয়ারবাজারে স্বস্তির উত্থান

গত ৮ কার্যদিবস টানা শেয়ারবাজারে পতন হয়েছে। এরমধ্যে গত দুদিন (১৮ ও ১৯ মার্চ) বড় পতন হয়েছে। যে পতন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচককে গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নিয়ে যায়। তবে অবশেষে স্বস্তির উত্থান হয়েছে বুধবার (২০ মার্চ)

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৭৩ পয়েন্টে। যা গত ৮ কার্যদিবসের টানা পতনে কমে ৩৫২ পয়েন্ট। এমন পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ২৪ মে’র মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গিয়েছিল।

বুধবার ডিএসইতে ৪২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৫ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪২ কোটি ৭২ লাখ টাকার বা ১০.১০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০৫ টি বা ৭৬.০৫ শতাংশের। আর দর কমেছে ৫২ টি বা ১২.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১০.৯৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৬.৪৯ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬৭৬০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে