ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ মার্চ ২১ ১৪:০৭:০৯
শেয়ারবাজারে বড় উত্থান

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫৮.৪৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬১০ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪২২ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৮৭ কোটি ২৬ লাখ বা ৩০.৬৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০৩ টি বা ৭৬.৩২ শতাংশের। আর দর কমেছে ৪৪ টি বা ১১.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭০ টির, কমেছে ৪৬ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৫৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে