ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি

২০২৪ মার্চ ২৪ ০৯:১৩:০৭
শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি

আবিদ হাসান : ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজও শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের আগে হুট করে ১ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি কয়েক কোটি টাকা হয়ে গেছে। কয়েক বছর ধরে শেয়ারবাজারে আইপিওতে আসার আগেই হঠাৎ করে পরিশোধিত মূলধন এমন বেড়ে যাওয়ার বিষয়টি সমালোচনার মধ্যে রয়েছে। যে বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নও রয়েছে। যেটার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা। যে কারনে কোন কোম্পানির অর্থ উত্তোলনের অনুমোদনের আগে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ক্রাফটসম্যানের শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে দ্রুত পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে। কোম্পানিটির প্রসপেক্টাসের ৩৯ পৃষ্টা অনুযায়ি, ২৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৬ শতাংশ ইস্যু করা হয়েছে সর্বশেষ ২ অর্থবছরে (২৮ মে ২০২১-২৬ জুন ২০২৩)। এ জাতীয় কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই মূলত শেয়ারবাজারে আসে।

কয়েক বছর ধরে শেয়ারবাজারে আইপিওতে আসার আগেই হঠাৎ করে পরিশোধিত মূলধন কয়েকগুণ বেড়ে যাওয়ার বিষয়টি সমালোচনার মধ্যে রয়েছে। যে বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নও রয়েছে। যেটার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।

তবে দায়িত্ব নেওয়ার পরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন বিষয়টিকে গুরুত্বারোপ করে। এ নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত এক ওয়েবিনারে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ভালো আইপিও দিতে গিয়ে কয়েকটি বিষয় যাচাই করি। এরমধ্যে কত সময়ের মধ্যে পরিশোধিত মূলধনের পরিবর্তন হয়েছে, সেটা অন্যতম। অনেক কোম্পানি শেয়ারবাজারে আসার আগে দ্রুত মূলধন বাড়ায়। যা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

কিন্তু ক্রাফটসম্যান ফুটওয়্যারে শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে দ্রুত পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে। তবে কমিশন এক্ষেত্রে কোন এক অজানা কারনে নিরব রয়েছে।

ক্রাফটসম্যানের প্রসপেক্টাস অনুযায়ি, কোম্পানিটির ২০২১ সালের ২৭ মে পরিশোধিত মূলধন ছিল ১ কোটি টাকা। যে কোম্পানিটির শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে পরের ২ অর্থবছরে বেড়ে হয়ে যায় ২৩ কোটি টাকা। অর্থাৎ কোম্পানির পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৬ শতাংশ ইস্যু করা হয়েছে ২০২১ সালের ২৮ মে থেকে ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত সময়ে।

এ বিষয়ে জানতে ক্রাফটসম্যানের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসাইনকে গত ১৮ তারিখে লিখিত দিয়ে এখনো মন্তব্য পাওয়া যায়নি।

বি:দ্র: এর পরের পর্বে ক্রাফটসম্যানের বিভিন্ন অনিয়ম ও দূর্বলতা তুলে ধরা হবে। যেখানে ঋণ জটিলতা, শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) গরমিল, অবচয় কম দেখিয়ে মুনাফা বেশি, অবকাঠামোতে ভূয়া সম্পদসহ বিভিন্ন অনিয়ম রয়েছে। এ নিয়ে থাকবে বিস্তারিত তথ্য।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে