ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শিবলী কমিশনে আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা : ফলে নিয়মিত পতন

২০২৪ মার্চ ২৫ ১৪:১৩:৫৫
শিবলী কমিশনে আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা : ফলে নিয়মিত পতন

টানা ৮ কার্যদিবসের পতনের পরে গত সপ্তাহের শেষ ২ কার্যদিবস শেয়ারবাজারে উত্থান হয়। তবে চলতি সপ্তাহের ২ কার্যদিবসই পতন হয়েছে। এরমধ্যে সোমবার (২৫ মার্চ) বড় পতন হয়েছে। যে পতন আগের সপ্তাহের সোমবার ও মঙ্গলবার হয়েছিল।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৩৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৪৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৮০ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫০ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১ টি বা ১০.৪৩ শতাংশের। আর দর কমেছে ৩১৮ টি বা ৮০.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৬৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৫৭ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৭০৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৯৪ পয়েন্ট কমে দাঁডিয়েছিল ১৬৮৭২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে