ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২৪ মার্চ ২৭ ১৪:৪৫:৩০
সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস (২৭ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ।এদিন সিএসইতে মূল্যসূচক পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৬২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৬.৭৩ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৩৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৫ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৩ কোটি ২৬ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮ টি বা ৯.৫৯ শতাংশের। আর দর কমেছে ৩২১ টি বা ৮১.০৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৩৪ শতাংশ

অপরদিকে সিএসইতে বুধবার ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০ টির, কমেছে ১৬৭ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫৭৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে