ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীদের দাবি আদায় থেকে দালালে পরিণত ঐক্য পরিষদ

২০২৪ মার্চ ২৮ ১০:৫০:১২
বিনিয়োগকারীদের দাবি আদায় থেকে দালালে পরিণত ঐক্য পরিষদ

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে গঠিত হওয়া ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’ এখন তাদের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূর চলে এসেছে। সংগঠনটিতে ব্যক্তিগত স্বার্থ আদায় আছে অন্ত:কলহ। দীর্ঘদিন ধরে সভাপতি থেকেও নেই। নামসর্বস্ব ও বিনিয়োগ না থাকা গুটি কয়েকজন মানুষ পরিচালনা করছে সংগঠনটি। যারা সবাই যার যার মতো করো নিজেদের স্বার্থ আদায়ে বিভিন্ন জায়গায় যায়। এসব কর্মকাণ্ডে অনেক আগের বিনিয়োগকারীদের সমর্থন হারিয়েছে সংগঠনটি।

২০১০ সালের শেয়ারবাজার ধসে গড়ে উঠে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’। যার শুরু থেকেই সভাপতি পদে রয়েছেন মিজানুর রহমান চৌধুরী। যার শেয়ারবাজারে বিনিয়োগ নেই বলে গণমাধ্যমে প্রমাণসহ সংবাদ পাওয়া গেছে। যাকে এখন গোণায় ধরেন না সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ও যুগ্ন সম্পাদক শামীম।

এরা সবাই এখন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় যান। এক্ষেত্রে ৩০ লাখ বিনিয়োগকারীকের তারা বিক্রি করেন। ওই ৩০ লাখ বিনিয়োগকারী তাদের সাথে আছেন বলে প্রচার করে বেড়ান। অথচ এখন কোথাও ডাকলে এদের কমিটির লোকজনই একত্রিত হতে পারেন না।

মান সম্মান বাঁচাতে এরইমধ্যে সংগঠনটি থেকে অনেকে স্বেচ্ছায় সড়ে গেছেন। যা সংগঠনটির নামসর্বস্ব নেতাদের আরও সুবিধা করে দিয়েছে।

এ সংগঠনটির এখন একটি ফেসবুক পেজ আছে। ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’ নামেই পেজটি খোলা হয়েছে। যেখানে বিনিয়োগকারীদের স্বার্থকে বাদ দিয়ে, অনেকের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে প্রচারণা চালানো হয়। যেটাকে অনেক বিনিয়োগকারী প্রতিবাদ জানায় এবং দালালি বলে সন্মোধন করে। এখন অনেকেই সংগঠনটিকে দালাল ঐক্য পরিষদ বলে ডাকে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে