ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

অনেক কষ্টের উত্থান

২০২৪ মার্চ ২৮ ১৪:১৪:৪৭
অনেক কষ্টের উত্থান

গত ৩ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ১৭৯ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটি বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যায়। এরপরে আজও (২৮ মার্চ) শেয়ারবাজার সেদিকেই ধাবিত ছিল। তবে দিন শেষে মূল্যসূচকের উত্থান ১৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭৮ পয়েন্টে। যা বুধবার ৭২ পয়েন্ট, সোমবার ৬৭ পয়েন্ট ও রবিবার ৪০ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩৮ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৭ কোটি ৭২ লাখ টাকার বা ২৪ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২১ টি বা ৫৫.৯৫ শতাংশের। আর দর কমেছে ১২০ টি বা ৩০.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৬৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৮৫ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫৫৩ পয়েন্টে।

আগেরদিন ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৬৫৭৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে