ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

পাওয়ার গ্রীডের ২০ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন

২০২৪ এপ্রিল ০১ ১২:৩৯:১৫
পাওয়ার গ্রীডের ২০ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীডের ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারন শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এই শেয়ার ইস্যু থেকে কোম্পানিতে কোন টাকা ঢুকবে না। কারন আরো আগেই সরকার থেকে নেওয়া শেয়ার মানি ডিপোজিট হিসেবে অর্থের বিপরীতে এই শেয়ার ইস্যু করা হবে। এছাড়া একইভাবে ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩টি অগ্রাধিকার শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যু করা হবে। ফলে ভবিষ্যতে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে আসবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সাধারন শেয়ার ইস্যু করা হবে ২০ টাকা (১০ টাকা প্রিমিয়ামসহ) করা হবে। আর প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে শুধুমাত্র অভিহিত মূল্যে। এক্ষেত্রে মোট ৮০৪ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ২৩০ টাকার শেয়ার ইস্যু করা হবে। যা জ্বালানি ও বিদ্যুত মন্ত্রণালয়কে দেওয়া হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে