ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ এপ্রিল ০১ ১৪:৪১:২১
শেয়ারবাজারে পতন

সোমবার (১ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৬১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫১.৩৭ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৭ কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১ কোটি ৮২ লাখ টাকার বা ০.৩৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭ টি বা ১১.৮৩ শতাংশের। আর দর কমেছে ৩১৫ টি বা ৭৯.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৮.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২ টির, কমেছে ১৩৬ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৪১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১০৭৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে