ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

সূচকের ৪ পয়েন্ট উত্থান দিয়ে ছুটিতে শেয়ারবাজারে

২০২৪ এপ্রিল ০৯ ১৪:১৫:০৩
সূচকের ৪ পয়েন্ট উত্থান দিয়ে ছুটিতে শেয়ারবাজারে

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চেয়ারম্যান পদে পূণ:নিয়োগের খবরে সোমবার (০৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়। তবে পরেরদিনই (০৯ এপ্রিল) বাজারে টালমাটাল শুরু হয়। সূচকের উত্থান-পতনে হচ্ছিল লেনদেন। তবে শেষঅব্দি ইতিবাচকতা দিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫২ লাখ টাকার বা ৭ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৬ টি বা ৪৬.৯৭ শতাংশের। আর দর কমেছে ১৫৭ টি বা ৩৯.৬৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৩ টি বা ১৩.৩৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৬৩ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৩৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে