ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

শুরুতে বাতিল করেও ব্যক্তিস্বার্থে অনিয়মে ভরা ক্রাফটসম্যানের অর্থ উত্তোলনের অনুমোদন

২০২৪ এপ্রিল ১৫ ০৯:১৪:২৭
শুরুতে বাতিল করেও ব্যক্তিস্বার্থে অনিয়মে ভরা ক্রাফটসম্যানের অর্থ উত্তোলনের অনুমোদন

আর্থিক হিসাবে গোজাঁমিল তথ্য দিয়ে কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার অনুমোদন পেয়েছে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ। এ কোম্পানি কর্তৃপক্ষ পৃষ্টাভেদে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ, হিসাব মান লংঘনসহ নানা অনিয়ম করেছে। একইসঙ্গে কোম্পানিটির প্রসপেক্টাসে বিভিন্ন ইস্যুতে অসঙ্গতিপূর্ণ তথ্য রয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২সিসি এর অধীনে ১১ নং শর্তে বলা হয়েছে, আইপিও আবেদনে যেকোন ধরনের মিথ্যা তথ্য প্রদানে বাতিল হওয়ার জন্য দায়বদ্ধ থাকবে। এছাড়া আবেদনের ২৫% অর্থ বা শেয়ার ক্ষতিপূরন দেবে। যা বিএসইসির হিসাবে জমা করা হবে। এছাড়াও আইন দ্ধারা অন্যান্য শাস্তি প্রদান করা হতে পারে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এ.বি মির্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষে অনেক কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এক দুই বছর আগে থেকে কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখায়। এই ধরনের প্রবণতা বন্ধে ৫ থেকে ১০ বছরের আর্থিক হিসাব পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি।

প্রসপেক্টাসের ১৪৩ পৃষ্টায় লেটেস্ট বা সর্বশেষ শেয়ার দিয়ে ইপিএস গণনা করা হয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। কিন্তু সেখানে দেখানো ৫ অর্থবছরের হিসাবে তেমনটি করা হয়নি।

আরও পড়ুন....

ক্রাফটসম্যান ফুটওয়্যার ঋণের পাহাড়ে : ঝুঁকিতে অস্তিত্ব

শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি

বিএএস-১৬ অনুযায়ি, ল্যান্ড ডেভোলপমেন্ট অবচয়যোগ্য সম্পদ। এরমধ্যে প্রাচীর, রাস্তা ইত্যাদি সম্পদ থাকে। যেগুলোর নির্দিষ্ট আয়ুস্কাল আছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ল্যান্ড ডেভোলপমেন্টের উপর অবচয় চার্জ করে না। এর মাধ্যমে সম্পদ ও মুনাফা বেশি দেখিয়ে আসছে। এমনকি এ কোম্পানি কর্তৃপক্ষ ল্যান্ড ও ল্যান্ড ডেভেলপমেন্টের পরিমাণ পৃথক করে দেখায়ওনি।

বিএসইসি’র সাবেক অফিস অব দ্য চীফ অ্যাকাউটেন্ট, কনসালটেন্ট মো. মনোয়ার হোসেন (এফসিএমএ, সিপিএ, এফসিএ, এসিএ) বলেন, মাটি ভরাট ছাড়া অন্যান্য ল্যান্ড ডেভেলপমেন্টের উপর অবচয় চার্জ করা উচিত। অন্যথায় মুনাফা ও সম্পদ বেশি দেখানো হবে।

প্রসপেক্টাসে ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এমডি ৬৬ লাখ টাকা পাবেন বলে উল্লেখ করা হয়েছে। যেটা তার ২০২২-২৩ অর্থবছরের পুরো বেতন। একটি কোম্পানি তার এমডির পুরো বছরের মধ্যে এক মাসেরও দিতে পারেনি, তাহলে বোঝায় যায় সেই কোম্পানির আর্থিক অবস্থা কতটা দূর্বল। আর এমন একটি কোম্পানিকেই দেওয়া হয়েছে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে