ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

আর কত পতন?

২০২৪ এপ্রিল ১৬ ১৪:৪৫:৪০
আর কত পতন?

বড় পতন দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার পরে মঙ্গলবারও (১৬ এপ্রিল) দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। তবে এই পতনরোধে কোন ভূমিকাই রাখতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চেয়ারম্যান পদে পূণ:নিয়োগের খবর।

ঈদের পরে এবং বাংলা নববর্ষের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে। যা আজ আরও ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৪০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭১ লাখ টাকার বা ৪৭ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩ টি বা ৪৩.৫৮ শতাংশের। আর দর কমেছে ১৬৯ টি বা ৪২.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৩.৮৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০ টির, কমেছে ৯২ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫২৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৬৫৪৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে