ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

টানা পতনে বিনিয়োগকারীরা দিশেহারা : দেখার কেউ নেই

২০২৪ এপ্রিল ১৮ ১৪:৪৬:৫৯
টানা পতনে বিনিয়োগকারীরা দিশেহারা : দেখার কেউ নেই

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৮৭ পয়েন্টে। এর আগে ঈদ পরবর্তী বা চলতি সপ্তাহের ৩ কার্যদিবসে সূচক কমেছে ১০০ পয়েন্ট।

বৃহস্পতিবারের এমন পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ১০ মে’র মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৯ মে সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫৬৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯ টি বা ৭.৩৪ শতাংশের। আর দর কমেছে ৩৪২ টি বা ৮৬.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৪ টি বা ৬.০৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৫৫ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৭ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২৫৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে