ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে টানা পতন : বিনিয়োগকারীদের সামনে শুধুই অন্ধকার

২০২৪ এপ্রিল ২০ ১১:১৪:২৯
শেয়ারবাজারে টানা পতন : বিনিয়োগকারীদের সামনে শুধুই অন্ধকার

দেশের শেয়ারবাজার বেশ কিছুদিন ধরে টানা পতনে রয়েছে। এরমধ্যে ঈদের পরে গত সপ্তাহের সব কার্যদিবসই মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির দর।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৩৫ কোটি টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৫৯০ কোটি টাকার। তবে গত সপ্তাহে একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হওয়ার কারনে বেড়েছে ২ হাজার ৩১৫ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯১২ কোটি ৮১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৪ কোটি ২০ লাখ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬১ কোটি ৩৯ লাখ টাকার বা ১২ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭৭ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬৮৭ পয়েন্টে। যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। গত সপ্তাহে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই ৩০ সূচক ৪৭.৮১ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯ টির বা ২২.৫৩ শতাংশের, কমেছে ২৮৫ টির বা ৭২.১৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির বা ৫.৩২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৮ পয়েন্ট বা ২.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬২৪৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১ টির দর বেড়েছে, ২১১ টির দর কমেছে এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে